[ বুর্জ খালিফা ]


মরুর দেশে এলাম শেষে
পেরিয়ে যোজন পথ,
আকাশ নীলে ভাসিয়ে ডানা
উড়িয়ে মেঘের রথ।
পার হলাম চীন সাগর
ভারত সাগর আর,
কতযে দেশ পেরিয়ে শেষে
আরব সাগর পার।
সবুজ দেশ এলাম ছেড়ে
ধুসর বালুর দেশে,
চোখের কোণে দেয়যে ধরা
সে এক মায়ার বেশে।
রাশি রাশি বালুর পাহাড়
হাতছানি দেয় মোরে,
অজানা এক আবেশে তাই
মনটি আমার ভরে।
আকাশ থেকে তাকিয়ে দেখি
ইমারত-এর ভিড়ে,
গগনভেদি 'বুর্জ খালিফা'
দাঁড়িয়ে উচ্চ শিরে।
সেরার সেরা মুকুট পরে
আসমানে শির তুলে,
ছড়িয়ে থাকা শুভ্র মেঘের
দোদুল-দোলায় দোলে।
'বুর্জ খালিফা' অট্টালিকা
আকাশচুম্বি ধাম,
গগনভেদি শিখর তব
জগৎ সেরার নাম।


[দুবাই, ৩১শে অক্টোবর ২০১৫]
©চিন্ময়


বিঃ দ্রঃ - সিঙ্গাপুরের চাকরি ছেড়ে দুবাই-এ পাকাপাকিভাবে চলে আসার পরদিন লেখা।