[ চাঁদের কণা ]


সামলে রাখো জোছনা চাঁদ
সাবধানেতে থাকো,
সোনার বরণ লজ্জা রাঙা
মুখখানিকে ঢাকো।
চাহনি চোরা তোমায় ঘিরে
একটু ইতস্তত,
সামলে রেখো দীপ্তি তোমার
পড়ুক নজর যত।
দৃষ্টিতে আঁচ যতই থাকুক
সামলে তুমি থাকো,
ঝলসে যেন না-যায় তনু
লজ্জা দিয়ে ঢাকো।
একটানা রব বাজে কানে
ঘুম ভাঙানো রাতে,
থমকে থাকে নিশুতি রাত
জানালা ওপারেতে।
ভিতর দিকে ব্যস্ত তখন
বিমান বালা যত,
যাত্রী পরিষেবার কাজে
অটল অবিরত।
রিনিকি ঝিনি বাজেরে সুর
পুলক জাগে মনে,
মনের কোণে প্রিয়ার ছবি
ভাসে প্রতিক্ষণে।
হৃদয় জুড়ে চাঁদের শোভা
স্নিগ্ধ তারই আলো,
নয়ন মুদে প্রিয়ায় দেখি
খুশিতে ঝলমলো।
জোছনা ছায় বিমান জুড়ে
স্বপ্ন মেলে ডানা,
চাঁদের হাটের মধ্যমণি
যেন চাঁদের কণা।
বিমান চলে হাওয়ায় ভেসে
শূন্যে মেলে ডানা,
লক্ষ্য যোজন দূরে পাড়ির
দিকটা আছে জানা।
ধরা ছেড়ে উচ্চে অনেক
আঁধার পিছে ঠেলে,
এগিয়ে চলে মস্ত বিমান
শহর পিছে ফেলে।


[মুম্বাই, ৩রা সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়
বিঃদ্রঃ - দুবাই ফেরার পথে মুম্বাই-দুবাই ফ্লাইটে বসে এক বিমান সেবিকার উদ্দেশে লেখা।