[ ছন্দের দোলা ]


নিজের ছন্দে ছিলাম তো বেশ
তারই মাঝেতে ঘটল প্রবেশ
প্রাণেতে জাগিয়ে নতুন সে রেশ
আনলো বয়ে সুখেরই আবেশ।


কাটছিল দিন নিজেরই মনে
একা-একা বসে ঘরেরই কোণে
দিবস ও যামিনী সঙ্গোপনে
খুনসুটি আর প্রেমেরই গানে।


মনের ভিতরে উঁকি দিল আশা
বাঁধলাম সেথা সুখেরই বাসা
নিত্য প্রেমের সেথা যাওয়া আসা
প্রেম যমুনায় কেবলই ভাসা।


মনের দুয়ারে তুফান এলো
সবকিছু করে দিলো এলোমেলো
সুখের মাঝে বিষাদ উঁকি দিলো
হঠাৎ করেই দিন যে ফুরালো।


থমকিল আজ সহসাই শ্বাস
পড়ল যে ভেঙে সকল বিশ্বাস
দমকা বাতাসে উড়ে গেল আশ
নেমে এল রাতি ফেলিয়া প্রশ্বাস।


রুদ্ধ যে হলো মনের দুয়ার
সহসা মনেতে নামল আঁধার
একেলাই খুঁজি এর প্রতিকার
দুটিহাতে ঠেলে মনের আঁধার।


পাইনা হদিস তবু খুঁজে যাই
মন যাতনায় শুধু তড়পাই
সমাধান খুঁজে হেথা হোথা ধাই
নাই যে বিরাম নাই শুধু নাই।


মনের আশায় আজো খুঁজি ফিরে
একদিন তরী ভিড়িবে যে তীরে
ভুলের সে পথ সরে যাবে দুরে
সবে মিলে গান গাব এক সুরে।


[কুয়েত, জুন ২০১৯]
©চিন্ময়