[ চিঠি ]


তোমারেই চিঠি বসেছি লিখিতে
সাদা খাতা আর পেন লয়ে হাতে
আসেনাকো ভাষা কি যে লিখি এতে
বসে আনমনে আলো-আঁধারিতে,
হিজিবিজি কাটি আনমনে।


কি যে লিখি ছাই মুণ্ডু ও মাথা
যাই শুধু লিখে মনে ভাসা কথা
গভীরে অর্থ মেলেনাকো হেথা
হয়তোবা হবে এ-লেখা অযথা
পাঠকে ক্ষমিবে নিজগুনে।


তবু লিখি কাটি চলে কাটা-কাটি
মনমতো মোর হয়নাতো চিঠি
ভেবে ভেবে মোর মন যায় ছুটি
তার কাছে যাকে লিখিতেছি চিঠি,
মোর ঘরে বসে একমনে।


লেখার খেয়ালে হারাই নিজেতে
ঘোর লাগে মনে একা বিজনেতে
কল্পলোকের দূর অজানাতে
খুঁজে ফিরি তারে হৃদয় মাঝেতে
ছোঁয়া পেতে তার এইপ্রাণে।


শুধু খুঁজে যাই পাবার আশায়
মনের অতলে দৃঢ় ভরসায়
অবুঝ মনের ঝর্ণা ধারায়
লিখে রেখে যাই চিঠির ভাষায়
মোর প্রেম গাথা তার সনে।


মনে হয় হল তার সাথে দেখা
যাকে ভেবে মোর এই চিঠি লেখা
দুটি প্রাণ যেন সুখী চখি-চখা
হঠাৎ চমকি দেখি নাই সখা
স্বপন ত্যাজিয়া জাগরণে।


[সিঙ্গাপুর, ২০১১]
©চিন্ময়


[ডায়েরির পাতা ঘেঁটে বহু পুরানো এই লেখাটি পেলাম। পুরোটাই অপরিবর্তিত রাখলাম]