[দীপান্বিতা]


আসুন মাতি উৎসবেতে
সাজাই জগৎটাকে
আলোর খেলায় মেতে উঠি
আঁধারকে দিই ঢেকে।
হৃদয় ভরা মলিনতায়
দূর করে দিই আজ
উৎসবেরই সামিয়ানায়
শুদ্ধতার কোলাজ।
উপড়ে ফেলি দনুজ শক্তি
দুষ্টে করি দমন
হৃদয় কালোয় দূরে ফেলি
শিষ্টে করি পালন।
ন্যায়ের কাছে নোয়াই মাথা
তারেই করি বরণ
অন্যায়েরই হোক পরাজয়
হোক তারই নিধন।
অসৎ থেকে উত্থিত হই
যেননা সত্যে ডরি
অন্ধকার জ্যোতিতে ভরাই
তমসা বিদার করি।
দিকদিগন্তে ব্যাপ্তি ঘটুক
শান্তি বাতাবরণ
মনের কোণে ছড়িয়ে পড়ুক
জ্ঞানের বিচ্ছুরণ।
দীপান্বিতা থাকুক জেগে
সকলকারই মনে
শান্তির ঢেউ আছড়ে পড়ুক
দীপাবলীর ক্ষণে।


[দুবাই, ২৭শে অক্টোবর ২০১৯]
©চিন্ময়