[ দোয়েল-ফিঙা ]


আমার ভালোবাসায় বাঁধি
আমার সুখের ঘর,
পাওনা দেনা যার যা ছিল
বহাল পরস্পর।
নদের জলে ভাসাই আমার
দুঃখ সুখের ডিঙা,
একটি ডিঙা দোয়েল আমার
আরেকটি মোর ফিঙা।
দোয়েল ফিঙার একই তো রুপ
দুই চোখেরই তারা,
একখানিতে প্রেমের প্রকাশ
আরেকটিতেই সারা।
দোয়েল ডিঙায় দোয়েল নাচে
ফিঙা ডিঙায় ফিঙা,
একই বুকের এক সায়রে
ভাসে আমার ডিঙা।
আমার চোখে দোয়েল ফিঙা
হৃদয় ভরা আশ,
এক হৃদয়েই ভাসা দুইয়ের
নিত্য বারোমাস।
দুইটি ডিঙা নিজের মতই
দুই মেরুতেই ভাসে,
নয়কো মোটেই পর যে তারা
এক হৃদয়েই ভাসে।


[কুয়েত, ২৭শে ফেব্রুয়ারি ২০১৮]
©চিন্ময়