[ দুই পালোয়ান ]


ভজা গজা দুই পালোয়ান ছিল মোদের গাঁয়,
দেখতে বিকট হলেও কিন্তু শক্তি ছিল গায়।
লড়াই করে রপ্ত দুজন প্রত্যহ ঠিক সাঁঝে,
নেইতো বিবাদ কোনদিনই একে অপরের মাঝে।
হঠাৎ সেদিন বললে ভজা তখন সাঁঝের বেলা,
ওরে ও গজা করবি নাকি লড়াই লড়াই খেলা?
বলল গজা, "শোনরে ভজা লড়তে যদি চাস,
সত্যিকারের লড়াই হলে তবেই মেটে আশ।"
খানিক ভেবে মুচকি হেসে বলল তখন ভজা,
"সত্যি লড়াই নইলে কিরে হয়রে তাতে মজা।
রোজই লড়ি সন্ধ্যাবেলা হচ্ছে তাতে কি,
শক্তি বেশি আমার না তোর সেটা জানিস কি?"
"জানিনা তাও লড়তে রাজি বলিস যদি তুই,
বলে দিলাম নাকখত দিবি হারিস যদি তুই।"
"কেইবা হারে কেইবা যেতে দেখব লড়াই শেষে,
নিজেকে জাহির থামা এবার বলল ভজা হেসে।"
শুরু হলো লড়াই তখন ভজা গজার মাঝে,
হার মানতে চায়না কেহই এ হেন এক সাঁঝে।
একটা রোগা একটা মোটা হলেও বেমানান,
লড়াই দেখে মনে যে হয় সমান বলবান।
কখনো ভজা ধরণী নেয় গজার প্যাঁচের জোরে,
পরক্ষনেই ভজার প্যাঁচে গজা চরণ হারে।
জমে ওঠে লড়াই ক্রমে রোগা মোটায় ঘিরে,
ছাড়তে কেহ চায়না কারোয় আঁধার ঘনায় ধীরে।
থামল লড়াই অবশেষে চার প্রহরের পরে,
জড়িয়ে ধরে পড়েই ছিল একে অপরেরে।
জ্ঞান ছিলনা কারো তখন ছিলনা দেহে প্রাণ,
শেষ হয়েছিল ভবলীলা রাখতে যে যার মান।


[গাজুয়াকা, অন্ধ্রপ্রদেশ, ১৬ই নভেম্বর ১৯৮৮]
©চিন্ময়