[ এ কোন সকাল ]


কতবার এল কতবার গেল
আসবে আবার ফের,
সহজ করে ভাবার সময়
এসেছে এখন এর।
আদপে কি আমরা স্বাধীন
প্রশ্ন নিজের কাছে,
ভিতর বাহির দেখার পরে
ভাবছি সকল মিছে।
চাকচিক্যের ঢক্কানিনাদ
হাজার রকম ঢের,
ভিতরটা আজ বড়ই মলিন
ভাবায় এটাই ফের।
দিক-বিদিকে অরাজকতা
শান্তির নেই লেশ,
দ্বেষ -বিদ্বেষ হানাহানি আর
পরাধীনতার রেশ।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
গলা ফাটিয়েই হাঁকি,
আসলেতে সব লবডঙ্কা
ষোলো আনাই ফাঁকি।
ব্রিটিশরা আজ নিপাত গেছে
চুকিয়ে তাদের পাট,
পরাধীনতা যায়নি আজও
বেড়েছে ঠাট-বাট।
বন্দী আমরা নিজের কাছেই
পরাধীনতায় বাঁচি,
স্বাধীন দেশের মানুষ হয়েও
স্বাধীনতাই যাচি।
আনাচারেই ঢেকেছে দেশ
প্রমাণ প্রতি পলে,
বৈষম্যের তরজা গেয়েই
দিন গুজরান চলে।
চারিদিকে আজ জয়গান শুধু
দেশ কাণ্ডারী নামে,
স্বাধীনতা আনা কারিগর যারা
ব্রাত্য এ নর ধামে।
জাতির গরিমা হারিয়ে যাচ্ছে
হারাচ্ছে মনোবল,
মন খারাপের দিনগুলো এসে
খোঁচা দেয় প্রতি পল।
স্বাধীন ভাবেই বাঁচার তাগিদ
নেই দেখি সবাকার,
নামেই স্বাধীন অথচ অধীন
হয়েছি পরস্পর।
নিরাপত্তা খোয়া গেছে পথে
স্বাধীনতা নেই আর,
মহান দেশের কাণ্ডারী দেখে
ভাষা নেই মুখে তার।
ধর্মে ধর্মে বিভেদ বেড়েছে
উস্কানী দিকে দিকে,
ভণ্ডামি আর গুন্ডামী বেড়ে
স্বাধীনতাটাই ফিকে।


তবুও লেখনী আশায় চলে
বুকে নিয়ে অভিমান,
সত্যিকারের স্বাধীনতা যেন
আসে গেয়ে জয়গান।
নতুন সকাল ডাক দেয় যেন
নতুন দিনের ভোরে,
পরাধীনতার অবসান হয়
এ সকালে চিরতরে।


[দুবাই, ১৫ই আগস্ট ২০১৯]
©চিন্ময়