[ এ তুমি কেমন তুমি ]


এ তুমি কেমন তুমি
স্বপ্ন আঁকো চোখের তারায়,
যতনে লালন করো
সেই স্বপনই অগ্নি ধারায়।


এ তুমি কেমন তুমি
আকাশ নীলে মেলো ডানা,
এ কেমন চাওয়া পাওয়া
হিসাব যে তার নেইকো জানা।


এ তুমি কেমন তুমি
ভালোবাসায় আগলে রাখো,
হৃদয়ের আগল খুলে
প্রেম জোয়ারে ভাসতে থাকো।


এ তুমি কেমন তুমি
মোর হৃদয়ের গোপন কোণে,
ভালোবাসা বপন করো
যতন ভোরে দুই নায়ানে।


এ তুমি কেমন তুমি
বুকের মাঝে আগুন জ্বালো,
নীরবে সেই অনলেই
গোপন প্রেমের প্রদীপ জ্বালো।


এ তুমি কেমন তুমি
ভালোবাসার মূর্ত প্রতীক,
হৃদয়ের উষ্ণ ছটায়
ছাড়িয়ে পড়ো এদিক ওদিক।


এ তুমি কেমন তুমি
অঙ্গে অঙ্গে তুফান তোলো,
তোমারই মন যমুনার
অতল তলে মুক্ত তোলো।


এ তুমি কেমন তুমি
চোখের থেকে বিজলি হানো,
কুল ছাপিয়ে পাড় ভাসিয়ে
মরা গাঙে জোয়ার আনো।


[দুবাই, ২০১৭]
©চিন্ময়