[ গাছের ভালোবাসা ]


একলা শিমুল পথের গায়ে
ছাতিমকে তার সঙ্গে নিয়ে
হাতের 'পরে হাত মিলিয়ে
ঘন সবুজ ডাল বিছিয়ে
                  আকাশ পানে চায়।


সূর্য্যিটাকে আড়াল দিয়ে
মস্ত ছায়ার মোড়ক নিয়ে
পাখ-পাখালির আরাম হয়ে
ঠাণ্ডা চাদর বিছিয়ে গায়ে
                  দাঁড়িয়ে থাকে ঠায়।


রুক্ষ তাপের আঁচকে সয়ে
তাপ প্রবাহে ঝলসে গিয়ে
নিজের দেহে দহন সয়ে
প্রাণী কুলের ছাতা হয়ে
                  ধরার 'পরে ছায়।


মানবের বিষ বাতাস নিয়ে
বাঁচার জন্যে শ্বাস যুগিয়ে
চিরজীবন নিজে বিলিয়ে
পরিবেশের পালক হয়ে
                  সৃষ্টিকে বাঁচায়।


ঝড় বৃষ্টি তুফান বায়ে
নোংরা ধূলি মেখে গায়ে
নিজের কাজে অটল হয়ে
প্রাণী কুলের আধার হয়ে
                  মন-প্রাণ জুড়ায়।


মানব সেবার দায় নিয়ে
ধরার যত প্রাণ ভরিয়ে
পরম ভালোবাসা দিয়ে
প্রতিদানের আশ না নিয়ে
                  জীবন দিয়ে যায়।


বিরাম বিহীন সেবা দিয়ে
ভালোবাসার মানে শিখিয়ে
উদার মনের প্রতীক হয়ে
নিজের দেহাবশেষ দিয়ে
                  নেয় চির বিদায়।


[কুয়েত, ১৩ই জুলাই ২০১৯]
©চিন্ময়