[ ঘাসফুলের গান ]


হৃদয়পুরের মাঠ ঢেকেছে
ঘাসের উপর ফুলে,
হাজার আশার মিঠে খুশির
দোলনাতে তা দোলে।
স্বপ্ন হাজার মনের মাঝে
অনেক আশা প্রাণে,
মাতবে ভুবন তারই তালে
ভরবে মধুর তানে।
হৃদয়পুরে খুশির জোয়ার
উৎসবেরই রেশ,
ফিরবে সুদিন এই আশাতে
দিন কেটে যায় বেশ।
প্রচার আলোর কর্ম যজ্ঞে
ঘাসফুল ঝলমল,
হিমেল বায়ের পরশ মেখে
করছে তা টলমল।
সুদিন এবার আসবে আশা
পালাবদলের সাথে,
এগিয়ে চলা থাকবে কেবল
জীবন চলার পথে।
রইবেনা আর দাসের জ্বালা
মা-মাটির এই দেশে,
মানুষ হবে স্বাধীন এবার
রইবে রশে-বশে।
উন্নয়নে আসবে জোয়ার
বাংলায় অবশেষে,
জগৎ মাঝে বাংলাই দেবে
বিশ্ব বারতা শেষে।
এমনি করে মাস চলে যায়
বছরও যায় ভেসে,
কথার মালা আর তরজায়
স্বপ্ন যে যায় ভেসে।
দমকা হাওয়ায় এলোমেলো
চারদিকে দেখি একি,
ভুবন জুড়ে রঙেরই খেলা
স্বপ্নটা হল ফাঁকি।


[দুবাই, ১৪ই ফেব্রুয়ারি ২০১৭]
©চিন্ময়