[ঘরে ফেরার ডাক]


ঘরে ফেরার ডাক পাঠালো ঘন সবুজ বন
বনানীর ওই হাতছানিতে মাতল বাউল মন।
সাগর ছেড়ে এলাম ফিরে স্নিগ্ধ বনতলে
ছায়ায় ঘেরা প্রান্তরেতে হারাই প্রতি পলে।
সময় হেথা থমকে থামে ভিজে মাটির গন্ধে
মেঠো সুরের মায়ায় মজি পরাণ খোলা ছন্দে।
গাঁয়ের বধূ আলপনা দেয় কল্পনাতেই আঁকে
বনের ছায়ায় নিঝুম মায়ায় শান্ত পলের ফাঁকে।
বন্দী যেন গাঁয়ের শেষের একটা প্রাচীন বট
ঝাঁকিয়ে মাথা দাঁড়িয়ে একা যেনই আঁকা পট।
হিজল ছায়ায় সন্ধ্যা মেশে অচেনা পথঘাটে
মনের মাঝে আঁধার ঘনায় সুর্য্যি গেলেই পাটে।
দূর সীমানায় গাছের ফাঁকে জ্বলে সাঁঝেরদীপ
পলাশ রাঙায় রাঙামাটি তারার পরায় টিপ।
দূরে গাঁয়ের শেষ সীমানায় চেনা অচিনপুরে
হৃদয় আমার গেয়ে ওঠে অচেনা এক সুরে।।


[কুয়েত, ১৫ই নভেম্বর ২০১৯]
©চিন্ময়