[ হিজিবিজি ]


রাজকোটেতে নেইকো রাজা
আছে রাজার ধাম,
মঙ্গলকোট মঙ্গলে নয়
বর্ধমানের গ্রাম।


হরিণঘাটায় হরিণতো নেই
আছে দুধের ঘাঁটি,
কয়লাঘাটায় কয়লা খুঁজলে
জীবন হবে মাটি।


বেলিয়াঘাটায় নেই বেলি ফুল
আছে প্রাচীন খাল,
চিংড়িঘাটায় চিংড়ি ঘিরেই
ভেড়িতে গোলমাল।


পাথরঘাটায় পাথর অমিল
আছে বিল আর খাল,
বামনঘাটায় খুঁজলে বামন
হবেই নাজেহাল।


শিয়ালকোটে পাবেনা শিয়াল
রপ্তানিতেই সেরা,
পাঠানকোটে নেইতো পাঠান
দুর্গ বাঁধেই ভরা।


নারকেল বাগানে খুঁজো নাকো
নারকেলের বাগান,
সামনেই পাবে বিশ্ববাংলা
ঝোলা-রেস্তোরা মহান।


এমনি সকল গোলমেলে ভাব
মগজে বাজায় খোল,
নামের আজব রকম ফেরেই
পাকায় বেজায় গোল।


[কুয়েত, ৮ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়