[হদ্দ বোকা]


তোমরা যারা অশান্তি চাও অজানা ভয় ভেবে
রইল পড়ে বাকি জীবন সময় জবাব দেবে।
ভাঙছো বাস ভাঙছো ট্রেন করছো ক্ষতি কার
নিজের পায়ে মারছো কুড়ুল বুঝবে কবে আর!
আজকে যারা উস্কানি দেয় কাল পাবেনা পাশে
তোমরা হলে হদ্দ বোকা ফাঁসবে সবার শেষে।
দেখবে একা টানছো ঘানি কেউ-ই পাশে নেই
স্বার্থ ফুরালে তোমার ঠাঁই গারদ পিছেতেই।
ঘর সংসার ভাসবে সবই পড়বে হয়ে একা
পরিবারও সাথ ছাড়বে জ্বলবে তুমি একা।
আফসোসেতে লাভ হবেনা সময় যাবে বয়ে
তুমিই শুধু থাকবে দায়ী তোমার কর্ম দায়ে।
নিজেই নিজে ধিক্কার দেবে ভরবে শত গ্লানি
ক্রোধের বশে তখন তুমি চাইবে আত্মহানি।
বুঝবে সেদিন কৃতকর্মের ফলটা মনে মনে
তুমি থাকবে একাই একা জীবন সন্ধিক্ষণে।
যে হাত ছিল মাথার ওপর সে হাত যাবে সরে
কেউ নেবেনা খবর তোমার তুমিতো একঘরে।
তাইতো বলি সময় থাকতে ভাবো আরেকবার
এসব থেকে দূরেই থাকো বাঁচাও পরিবার।


[দুবাই, ১৮ই ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়