[ হৃদয়পাশ ]


মনের পরদায় ভাবনার আঁকিবুঁকি
প্রতিনিয়ত চলে ভাঙাগড়া আর
চোখে-মুখে পূর্ণ প্রতিফলন।
মনের আয়নায় ধরা পড়ে
তার আসা-যাওয়া,
বিক্ষিপ্ত সেই আনাগোনা
কখনো লাভার স্রোতের মত
কখনোবা আকাশের বুক চিরে
ছুটে আসা জলন্ত উল্কা।


বয়ে যাওয়া গলন্ত লাভায়
সবুজ হৃদয়ও জ্বলে পুড়ে রাখ হয়।
আপাত শব্দের বেড়াজালে
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে
সরল স্বাভাবিক জীবনের ছন্দ।
সময়ের আনাগোনায়
মনের অজান্তে নিক্ষিপ্ত কথা
রূপ নেয় শব্দবাণে,
হৃদয় বিদীর্ণ করে মোক্ষলাভ ঘটে তার।


হিজিবিজি ভাবনার উৎস
শাখাপ্রশাখা মেলে সুদূর অতীতে,
বিন্দু থেকে উৎসারিত হয়ে
ছড়িয়ে পড়ে ঝঞ্ঝা বেগে।
এক লহমায় সে তুফান
এলোমেলো করে সবকিছু
শুষে নেয় জীবনের যত রঙ।


তবুও
হৃদয়ে-হৃদয়ে দেয়া-নেয়া
চলে তার আপন গতিতে,
মন খুঁজে নেয় তার সুখের কোণ।
ফেলে আসা কথার অনুরণন
ছড়ায় সমগ্র সত্তা জুড়ে,
প্রচ্ছন্ন থাকা ভালোবাসা
পথ দেখায় হৃদয়ের আবেগকে
অবসান হয় মনের দূরতা,
ভালোবাসার মেলবন্ধনে
আবদ্ধ হয় যুথবদ্ধ হৃদয়।


[কুয়েত, ৯ই ফেব্রুয়ারি ২০১৮]
©চিন্ময়