[যাঁতাকল]


কি পেয়েছি কি হারালাম দেখি হিসাব কষে
শূন্য শুধুই চারিদিকে পথ চলারই শেষে।
ছদ্মবেশীর মোড়ক দেওয়া বাস্তুঘুঘুর জোট
বুকের মধ্যে ধরায় জ্বালা হৃদয়ে দেয় চোট।
পাংশু মুখো সৃষ্টিছাড়া হাড়-হাভাতের দল
কুমীর রোদন অস্ত্র ওদের মানুষ মারার কল।
স্বার্থলোলুপ দেশের সেবক কুটিলতায় গড়া
বুকের মধ্যে বিঁধিয়ে দেয় কাঁটাতারের বেড়া।
ধর্ম জাতির তকমা জুড়ে লাগিয়ে দেয় ভেদ
জাতির মেরুদণ্ডে আঘাত বিজয়ী হয় জেদ।
একই মা হয় দ্বিখণ্ডিত রক্তে ভেজে মাটি
দুই দিকে দুই কাঁটাতারে বিভাগ ভিটেমাটি।
সমান্তরাল কাঁটাতারের মধ্যে আবহকাল
অমানবিক রুদ্ধ সময় স্তব্ধ চিরকাল।
বুকের ক্ষত বুকেই থাকে পালার বদল চলে
বিভেদ নীতির ঘেরাটোপে মানুষ যাঁতাকলে।


[দুবাই, ২৯শে অক্টোবর ২০১৯]
©চিন্ময়