[ জীবন ব্রত ]


থামাও এবার যুদ্ধ দামামা
পৃথিবীকে ভালোবাসো,
রূপ-সুধা এর প্রাণ ভরে নাও
অপার খুশিতে ভাসো।


এমন সাধের জন্মভূমিটি
খুঁজে পাবেনাকো আর,
ত্রিভুবন ঘুরে হয়রান হবে
এর জুড়ি মেলা ভার।


দুয়ারটা খুলে বাইরে তাকাও
দুচোখ ভরেই দেখো,
সুজলা সুফলা জন্মভূমিকে
বুকে আগলিয়ে রাখো।


ছাড়ো হানাহানি প্রাণ নিয়ে খেলা
মানুষকে ভালোবাসো,
সকলের তরে সকলে আমরা
এই সত্যেই ভাসো।


পৃথিবীটা দেখো কত সুন্দর
প্রকৃতির শোভা কত,
ভালোবেসে দেখো একে অপরকে
শান্তি জীবন ব্রত।


[কুয়েত, ১৬ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়