[জীবন গণিত]


সময়ের সাথে মিলিয়ে দুহাত কুণ্ঠাকে দিলে ঠেলে
চলার পথের অজানা বাঁকেও অগ্রগতিই মেলে।
জীবনের মানে হয়ে যায় সাফ থাকেনাতো সংশয়
সরলীকরণে ভুল হয়ে গেলে শুধু বেড়ে চলে ভয়।
জীবন গণিতে হর্ষকে জুড়ে হতাশা বিয়োগ গেলে
মনের দুয়ারে প্রশান্তি ছায় অনাবিল খুশি মেলে।
সেই খুশি যদি গুন করা যায় সুধীজনেদের সাথে
দুখের পাহাড় বিভক্ত হয়ে ফল দেয় হাতে হাতে।
জীবন গণিতে এ সমীকরণ দূর করে জটিলতা
সমুখ পানেই এগিয়ে চলায় মেলে শুধু সফলতা।
সমীকরণের হিসাব মেলাতে যদি এসে যায় ঘাত
জীবনের মানে ভেঙে চুরমার শঙ্কায় কাটে রাত।
নিখুঁত নিয়মে বাঁধার প্রয়াসে ভুল যদি হয় পথ
সমাধান তার বড়ই কঠিন পুরে নাতো মনোরথ।
সমীকরণেতে তাই থাকা চাই কেবলই সরলতা
আশু সমাধান নিমেষেই হয় দূর হয় জটিলতা।


[দুবাই, ১২ই ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়