[জীবন মানে]


জীবন কথার মানেটা কি বেবাক গেলে ভুলে,
সুখের দিনের চাবি বুঝি হারাও নিজের ভুলে।
জীবন খাতার প্রতি পাতায় হিসাব নিকাশ ওই,
বয়েস বাড়ে দিনে দিনে প্রজ্ঞা বাড়ে কই!
দিনের পরে দিন চলে যায় রাতের পরে রাত,
মনের ভিতর কুটিল হিসাব ভগ্ন অনুপাত।
মিথ্যে শুধু জীবন ভুলে অর্থ লোভে ভাসা,
এতো পাওয়ার পরেও কেন তুচ্ছ হিসাব কষা।
এক পৃথিবী পেয়েছো যখন কেনই কৃপণতা,
অশান্তিকে মিছেই ডাক হারাও মনের মিতা।
হৃদয় আঁধার সরিয়ে দূরে তাকিয়ে দেখো আজ,
রয়েছে পড়ে বিশ্বভুবন রয়েছে শতেক কাজ।
পর্দা সরাও চোখের থেকে দেখবে ভোরের আলো,
মনের আঁধার সরিয়ে দিয়ে জ্বালাও জ্ঞানের আলো।
আজ যা আছে রবেওবা কাল বদলাবেনা কিছু,
মিছেই কেন ছুটে বেড়াও অনর্থেরই পিছু।
চাওয়ার কোনো শেষ হয়না তাইতো বলি আজ,
যা আছে তায় বরণ করে পরো খুশির তাজ।
যা পেয়েছো এই জীবনে তাতেই থাকো খুশি,
জীবন জুড়ে আনন্দতান থাকবে পাশাপাশি।


[দুবাই, ৯ই ফেব্রুয়ারী ২০১৭]
©চিন্ময়