[ জীবন ]


হিসাবের আনাগোনায়
কুড়িটা বছর অতিক্রান্ত প্রায়…
জীবনের পাকদণ্ডী বেয়ে
এগিয়ে গেছে অনাড়ম্বর জীবন।
সময়ের করাল স্রোতে
ভেসে গেছে এতগুলো বছর…
স্মৃতির অতল থেকে আজ
উঁকি দেয় জীবনের চাওয়া-পাওয়া।
ঘুমিয়ে থাকা স্মৃতি
প্রকাশ পেতে চায় প্রচ্ছন্ন আবেশে…
সময়ের হাতে হাত রেখে
প্রকট হতে চায় বাস্তবের আঙিনায়।
থমকে থাকা ঝড়
হঠাৎই বুক চিরে বেরিয়ে আসতে চায়...
ভাসিয়ে নিয়ে যেতে চায়
এলোকেশের বিন্যাসকে এলোমেলো হাওয়ায়।
হৃদয় মাঝে অনুভব করি
তার আগমন বার্তা…
শব্দের অনুরণন কথা হয়ে ধরা দেয়
জানতে চায়...
আমি কেমন আছি—
কেমন চলছে জীবন।


[সিঙ্গাপুর, ০৭ই আগস্ট ২০১৫]
©চিন্ময়