[জীবনের জয়গান]


সময়ের সাথে খেলাঘর বাঁধি
নিশিদিন কাটে বেলা
মনের গভীরে তারি সুর বাজে
নিয়তই চলে খেলা।
খুঁজি আরবার জীবনের ব্রত
খুঁজে ফিরি তার মানে
মনো বীণা তার সকরুণ সুরে
সততই বাজে কানে।
অবিরাম চলে জীবনের খোঁজ
দিশাহীন পারাবারে
সময়ের ঘড়ি অবিরত চলে
ধূলি মাখা পথ পারে।
স্বপ্ন মধুর ছায়াপথে ঘুরি
হেরি মহা-কল্লোল
সহসা তোমারে অনুভবে পাই
প্রাণে ওঠে হিল্লোল।
বেদনা সাগরে বিছায়ে আসন
একা থাকি নিরালায়
প্রকৃতির মাঝে নিজেকে হারাই
বিষন্ন সন্ধ্যায়।
দিন অবসানে একা আনমনে
গাই জীবনের গান
অমৃত প্রেমের পদাবলী রচি
করি প্রেম জয়গান।


[দুবাই, ৩০শে জানুয়ারি, ২০২০]
©চিন্ময়