[কালবেলা]


স্মৃতির সারণী বেয়ে হেঁটে ফিরি
স্মৃতিমেদুর এই বনবীথিকায়—
সঙ্গীহীন নির্জনে একাকী সফরে
খুঁজে ফিরি সারাদিন মনের গহীনে,
চলে গেছে সেতো কতকাল, দূরে
ফেলে রেখে স্মৃতি তার এই অন্তরে।


বনবীথিকার মাঝে পায়ে চলা পথে
সেই কবে হেঁটে গেছি শুধু দুজনায়,
সময় থমকে ছিল পথের দুধারে—
খোলা আকাশের নীচে হাত-রেখে-হাতে
কাটিয়েছি সাঁঝবেলা জোনাকের ভিড়ে
সারা দেহে আলো মেখে বনানী প্রান্তরে।


মনের গোপন কোণে ভরা প্রেম নিয়ে
নিশ্চিন্ত সময় গেছে কাঁধে মাথা দিয়ে,
রাতচরা পাখী গেছে ডাক দিয়ে উড়ে
আঁধারের বুক চিরে দূর অজানায়—
জোনাকের জ্বলা-নেভা আলোর মালায়
ভরে ছিল অনুরাগ এই অন্তরে।


আজো চাঁদ একা জাগে আকাশের বুকে
কাছে এসে ছুঁয়ে যায় নীরব আবেশে,
সঙ্গীহীন আজ আমি একা এ বিরলে
খুঁজে ফিরি দূর চাঁদে তারে বারেবারে
হাসিমাখা সেই মুখ ভেসে ওঠে মনে
ভরে ওঠে খুশী আজ হৃদি অন্দরে।


[দুবাই, ১২ই ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়