[ কল্পনা ]


দেখলাম একদিন মনের গভীরে,
বসে বসে একা আমি বেলাভূমি 'পরে।
তরঙ্গ ধেয়ে এসে যায় ভেঙ্গে তীরে,
মনের ভাবনা যত হারায় তিমিরে।
খেলিছে কিরণমালা ঢেউ এর 'পরে,
সোনালী সে রোদ মোর তনুমন ভরে।
সাগর বহিয়া চলে সুমধুর স্বরে,
বসে দেখি একা আমি সৈকত 'পরে।
ঢেউয়ের মাথায় দেখি ‘সীগাল’-এর মেলা,
চেয়ে চেয়ে শুধু চেয়ে বয়ে যায় বেলা।
ধীরে ধীরে নামে সাঁঝ দিগন্ত পরে,
মনে হয় থাকি যেন হেথা চিরতরে।
এত তারে হেরি তবু পুরায় না আশ
আঁধার ঘনায়ে আসে ফেলি দীর্ঘশ্বাস।
দিগন্তে মিলায়ে যায় বলাকার পাখা,
তবু হেথা থাকি আমি একা শুধু একা।


[চামরাইল, হওড়া, ১২ই আগস্ট ২০১৯]
©চিন্ময়