[ কেষ্ট-বিষ্টু ]


কেষ্ট-বিষ্টু জটলা পাকায়, মোড়ের ধারে
টাইট দেবে কাদের কাদের, কেমন করে।
কোথায় কে বাড় খুব বেড়েছে, তাদের ভুলে
বেইমানি কে করলো কোথায়, তাদের দলে।
কোন প্রোমোটার গড়তে ভিলা, নতুন এলো
দলের ভাগের রফা-ছাড়ের, হিসাব হলো।
ইমারতির চালান দেবে, দলের কে কি
সিন্ডিকেটের পাওনা গন্ডার, হিসাবটা কি।


ব্যবসায়ীদের মাস কাবারি, আসছে কিনা
টোটো-অটো রোজের বখরা, দিচ্ছে কিনা।
জমি দালালির নতুন খবর, এলো কি আজ
বহাল তাদের থাকেই যেন, দালালি রাজ।
পড়শি বিবাদ মিটিয়ে দিতে, কে দেয় কত
যে দেয় বেশি বিচারটা ঠিক, তাদের মত।
এমনি করেই কাটছিল দিন, লুটে দেদার
হাওয়ায় বদল কপালে ভাঁজ, সকল দাদার।


উঠতি ছোঁড়ার ট্যাঁকের গরম, পেলো কোথায়
কে বা কারা পিছন থেকে, টাকা যোগায়!
অন্য দলের বাড়বাড়ন্ত, বড্ড ভাবায়
দল ভেঙে সব নাম লেখাচ্ছে, অন্য খাতায়।
ভাবনা তাদের কিসের জোরে, বাড়াচ্ছে বল
সাহস যোগায় পিছন থেকে, কোনকোন দল!
পাড়ার ক্লাবের ছেলেরা কেন, পালটি খেল
তাদের সঠিক নজরদারির, ঢিলেমি হল।


কানাঘুষো শোনা যে যায়, দল অন্দরে
এলাকাতে বাড়ছে বিরোধ, সকল স্তরে।
বীতশ্রদ্ধ হয়েছে অনেক, শাসন কালে
পরিবর্তন আবার আসুক, নবীন বলে।
নবীন যুবক স্বাধীনচেতা, চওড়া ছাতি
দেশের বদল আনবে বলে, থাকছে মাতি।
ভাবনা তাদের একদিন ঠিক, হবে বদল
রাজ্যপাটের হবেই হবে, পালা বদল।


আশায় আশায় বুক বাঁধে সব, দিন গুনে যায়।।


[দুবাই-কোলকাতা, ২৯শে আগস্ট ২০১৯]
©চিন্ময়
বিঃদ্রঃ - দুবাই থেকে কোলকাতা ফেরার সময় ফ্লাইটে বসে লেখা।