[ খেয়াল ]


হঠাত সেদিন ভরা রাতে
ধরল মামা খেয়াল,
খেয়াল শুনে দৌড়ে এলো
গন্ডা পাঁচেক শেয়াল।
খেয়াল শুনে শেয়ালরা সব
জুড়ল তাথৈ নৃত্য,
নাচের চোটে কাঁপলো ধরা
কাঁপলো পাতাল মর্ত্য।
জাগলো পশু জাগলো পাখি
জাগলো পাড়া-পড়শী,
আবছা মেঘের পাহাড় ঠেলে
মারলো উঁকি শশী।
চোর ঢুকেছে বেজায় বিপদ
ভাবলো পাড়ার লোকে,
সবাই মিলে মিলল এসে
বাড়ির চতুর্দিকে।
পাড়া-পড়শি লাঠি হাতে
যেই না সেথা এলো,
চাঁদামামা মেঘের পিছে
মুখটিকে লুকালো।
পাড়া-পড়শি ভেবেছিল
ঘরের ভিতর চোর,
হাতেনাতে ধরবে বলে
লাগালো সব জোর।
লাঠি হাতে মানুষ দেখে
পালালো সব শেয়াল,
অন্ধকারে মামা না চোর
করলোনা কেউ খেয়াল।
পাড়া-পড়শীর লাঠির গুঁতো
পড়ল মামার গায়,
থামল খেয়াল হারালো জ্ঞান
আমার মামা হায়।


[চামরাইল, হাওড়া]
© চিন্ময়
বিঃদ্রঃ পুরোনো ডায়েরির পাতা থেকে।