[খোলা জানালা]


ভালোবাসা তুমি যেভাবে চেয়েছো
চেয়েছি তো দিতে তারে
মনের অতলে লুকানো যে প্রেম
তাকে কে ভোলাতে পারে!
যেখানে যা কিছু প্রেমের আধার
ভালোবাসা মাখা দান
সহজে কি দূরে থাকা যায় ভুলে
বুকে বয়ে অভিমান!
ব্যাকুল প্রেমের জোয়ারে ভাসাটা
মিথ্যে সেটাতো নয়
জেনো সে বাঁধনে বাঁধা পড়লেই
নিবিড় প্রেমের জয়।
ব্যাকুল নিবিড় সে আলিঙ্গনে
উচাটন দেহ মন
খুঁজে দেখো সেথা কোমল যতনে
আছে পরাণের জন।
ঝিনুকের বুকে উঁকি দিয়ে দেখে
মুক্তোকে যায় তোলা
তেমনি হৃদয়ে লুকানো মোতিকে
ভালোবেসে যায় খোলা।
কদিন আগেও প্রেম ছিল মনে
খোলা জানালার মত
কোথা গেল আজ সেদিনের সেই
ভালোবাসা অবিরত?
সময়েতে প্রেম প্রগাঢ় হয়েছে
মানো অথবা না মানো
অযথা মনের অকারণ ভুলে
প্রেমেতেই ইতি টানো।


[দুবাই, ১লা মার্চ, ২০২০]
©চিন্ময়