[কবিতা আমার]


ভেবেছিলাম লিখবো তোমায়
মনের কিছু গোপন কথা
কান্না হাসির দোল দোলানো
ছিন্ন কিছু হৃদয় ব্যথা।


লিখবো তোমায় চিঠির পাতায়
আদর মাখা গল্প কথা
অবুঝ প্রেমের ব্যাকুল পরাণ
সোনালী সেই প্রেমগাথা।


লিখতে গিয়েই মন ভরেনা
মনের মত হয়না চিঠি
কি লিখবো তা পাইনা ভেবে
করেই চলি কাটাকুটি।


ভাবতে ভাবতে সময় কাটে
হিজিবিজি চিঠির পাতা
মনের গোপন বিজন ঘরে
তোমার দেখি আসনপাতা।


হৃদয় মাঝে হাতড়ে ফিরি
আসন মাঝে প্রেমের কণা
ঘোর লাগানো বিজন বেলা
স্মৃতির উপর ধূলিকণা।


স্বপন ভেঙে লিখতে থাকি
ধূলিকণা সরিয়ে দূরে
প্রেম জোয়ারে ভাসিয়ে ডানা
কলম ছোটে খাতার 'পরে।


মনের গোপন ঝর্ণা ধারায়
লিখি আমার স্বরলিপি
স্বপ্ন ধোয়া মধুর স্মৃতির
জমিয়ে লিখি দিনলিপি।


দেখতে দেখতে আসনতলে
রিমঝিমিয়ে আষাঢ় নামে
স্মৃতির ধূলি আষাঢ় ধারায়
সিক্ত হয়ে খাতায় থামে।


জল শুকিয়ে চিঠির পাতায়
মনের কথাই ফুটে ওঠে
কবিতা আমার খিলখিলিয়ে
উচ্ছলতায় হেসে ওঠে।


[দুবাই, ১১ই নভেম্বর ২০১৯]
©চিন্ময়