[কবিতার খোঁজে]


আজকাল লিখতে বসে হাতড়ে ফিরি
আঁধারের ঘেরাটোপে লুকিয়ে থাকা
কবিতার উৎসকে।
এলোমেলো শব্দ আখর
জটলা করে মাথার মধ্যে—
নিরলস বিন্যাসের খোঁজ
অসীমের কিনারায়।


খুঁজতে গিয়ে ডুব দিই স্বপ্নলোকের গভীরে
রূপকথার অলি-গলিতে অবহেলিত থাকা
সৌন্দর্যের মাঝে।
খুঁজে ফিরি শত অজানায়
অসীমের খর স্রোতে ভাসি—
অনুভবে ফিরে পাই সবই
গভীর তমসায়।


শব্দের অনুরণন ছড়িয়ে পড়ে অন্তর মাঝে
একে একে ঝরে পড়ে যত মুক্ত কথামালা
নীরব জলসায়।
তেপান্তরের মাঠ পেরিয়ে
স্বপ্নে ভাসে সুপ্ত থাকা প্রেম—
জীবনের সব দেয়া-নেয়া
নিভৃতে কড়া-নাড়ায়।


ধীর লয়ে একে একে সবই ফিরে আসে
স্মৃতির সরণি বেয়ে ভিড় করে একসাথে
কলমের আগায়।
হারিয়ে পাওয়া শব্দ-সমষ্টি
পুঞ্জীভূত হয়ে প্রকাশ পায়—
নতুন কবিতার জন্ম হয়
মনের পাতায়।


আরও এক মেঘদূত রচিত হয়
কবিতার পাতায়।


[দুবাই, ৫ই নভেম্বর ২০১৯]
©চিন্ময়