[ ক্ষমা ]


তোমারে আঘাত দিয়েছিল যারা
রেখেছিল অনাদরে,
যেন একদিন আসিবে সুদিন
ফিরিবে সে তব দ্বারে।
যারা সারাবেলা দিল অবহেলা
ভরালো হৃদয় আঘাতে,
আজ তারা সেই ভুল বুঝিবেই
ভরিবে হৃদয় ব্যথাতে।
দারুণ হতাশে ক্ষমা মাগিবে সে
তব দুটি হাত ধরে,
পারো যদি প্রিয় ক্ষমা করে দিয়ো
যদি আঁখি জলে ভরে।
তব অজান্তে মনের প্রান্তে
জমেছিল যত দ্বেষ,
দেখিবে চাহিয়া পড়িবে ঝরিয়া
জমা ব্যথা হবে শেষ।
তোমারই লাগি যে রয়েছে জাগি
আজ শত কাজ ফেলিয়া,
স্থান দিয়ো তারে তোমা হৃদি পরে
জনম জনম ধরিয়া।
ভুলে যাবে ব্যথা পুরানো সে কথা
তোমার প্রিয়রে স্মরিয়া,
ধুলায় মলিন হবে সেই দিন
সুখস্মৃতি রবে ভরিয়া।


[সিঙ্গাপুর, ২০১৫]
©চিন্ময়