[ ক্ষণিকা-৫-৬-৭-৮ ]


ক্ষণিকা-৫
ফিরে ফিরে আসে সাগরের ঢেউ
জাগে প্রাণে আশা নিতি,
ঢেউ ফিরে যায় বয়ে নিয়ে যায়
সুখে ভরা যত স্মৃতি।


ক্ষণিকা-৬
কূল ভাঙে গড়ে তীরে থাকে পড়ে
মায়ায় জড়ানো স্মৃতি,
আশা নিরাশার ঢেউয়ের অতলে
চাপা পড়ে অনুভূতি।


ক্ষণিকা-৭
জোনাকির আলো মিটিমিটি জ্বলে
নিজ্‌ঝুম চারিধার,
তটিনী-র সাথে তীরের খেলায়
মেতে ওঠে বারবার।


ক্ষণিকা-৮
বলতে পারো তফাত কোথায়
ধর্ম নিরিখ বাদে,
ঈদের খুশির চাঁদেতে আর
রাখিপূর্ণিমা চাঁদে।


©চিন্ময় মণ্ডল