[মানস নদীর কূল]


প্রেমের কারণে মরণেও রাজি চাইনা বাঁচতে আর
শরীরে মারণ বিষের ছোবলে পেতে চাই নিস্তার।
আবেগের বশে ভুল পথে চলে শিক্ষা হয়েছে ঢের
এইটুকু তাই পাওনা ছিলই এবারে পেয়েছি টের।
সুপ্ত প্রেমেতে পাগল হৃদয়ে নোঙর করেছি ভুল
বেসামাল হল প্রেমের সে তরী ভরাডুবি হল কূল।
তটিনী কিনারে বেঁধেছিনু তরী তটের খোঁজ না করে
ভুলের মাসুল চুকিয়ে চলেছি সারাটা জীবন ধরে।
পিছনে ফেরার রাস্তাই শেষ পথ খোলা নেই আর
এখন সময় দিনগোনা শুধু বয়ে জীবনের ভার।
দুচোখেতে ছিল স্বপ্ন হাজার কল্প মায়ায় ঘেরা
এখন বুঝেছি এ-আঁধার হতে আলোয় হবেনা ফেরা।
তবু নিশিদিন বিভোর থাকি পুরানো যাতনা ভুলে
ছোট ছোট সব স্বপ্নে সাজানো মানস নদীর কূলে।


প্রেমের কারণে সয়েছি সকলি করেছি গরল পান
জীবনের বাজি ধরেও যতনে রেখেছি প্রেমের মান।


[দুবাই, ১২ই ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়]