[ মাতৃদিবস ]


মাতৃদিবস নয়তো কিছুই
আলাদা বলার মত,
জীবন জুড়ে মায়ের আদর
নয়তো ভোলার মত।
জন্ম থেকে আজকে আমি'র
মা আছে সবখানে,
মায়ের স্নেহের তুলনা তাই
হয়না কোনোখানে।
ছোট্ট যখন চলতে শেখা
হাতটি মায়ের ধরে,
চলার সাথে মা'য়ের মুখে
উঠতো খুশী ভরে।
ক্রমে যখন হলাম বড়
স্কুলে যাবার দিনে,
মা'য়ের চোখে ঘুম ছিলনা
স্বপ্ন হাজার মনে।
সময় সাথে পাল্লা দিয়ে
বেড়ে ওঠার দিনে,
আমায় ছাড়া ছিলনা মা'র
অন্য কিছুই মনে।
কোলে পিঠে মানুষ করাই
ছিল মা'য়ের আশা,
আমায় ঘিরেই মা'য়ের জগৎ
আমার স্বপ্নে ভাসা।
মায়ের সাথে আজও আছে
এক সে নাড়ীর টান,
মা'কে ছাড়া আজও আমার
মন করে আনচান।
প্রবাস বাসেও হৃদ মাঝারে
মা আছেন ভালোমন্দে,
মাকে আমার প্রণাম জানাই
কবিতার এই ছন্দে।


[কুয়েত, ১২ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়