বাংলা মা'য়ের ভাষায় আমার
গভীর নাড়ীর টান,
বাংলাকে বুকে টেনে নিয়ে আমি
গাই জীবনের গান।
বাংলা আমার সোনার বাংলা
বাংলা আমার প্রাণ,
বাংলাকে আমি সবখানে পাই
বাংলায় করি গান।
বাংলা আমার সুখের ঠিকানা
বাংলা আমার ধ্যান
এপার-ওপার দুপার বাংলা
সকলি আমার প্রাণ।
বাংলা আমার চেতনায় জুড়ে
করি তার জয়গান,
সোহাগে আদরে বাংলাকে নিয়ে
একান্ত অভিমান।
বাংলা হৃদয়ে জনমে জনমে
মননে তাহার স্থান,
নিখিল ভুবনে মা'য়ের ভাষা'র
সবটাই অবদান।
বিস্মৃত জাতি তকমা জড়ানো
তবুও ভাষায় টান,
বাংলা ভাষার গরিমায় পাই
আমাদের স্বাভিমান।
বাংলা আমার প্রাণের চেতনা
বাংলা আমার মান,
ওপার এপার মিলে-মিশে এক
বাংলা ভাষা'র টান।
বাংলা আমার গরবের ভাষা
কল কল কলতান,
বাংলাকে পেয়ে ধন্য আমার
সঞ্চিত অভিমান।
বাংলা আমার শ্বাস প্রশ্বাস
তন্ত্রীতে বহমান,
ভাষার গরবে গরবিত হই
তুলে ধরি এ নিশান।
বাংলা ভাষার গরব বাঁচাতে
যারা বলি দিল প্রাণ,
রক্তে রাঙানো একুশেতে চাই
শহীদের সম্মান।
বাংলার বুকে ভাষার দাবীতে
নিবেদিত যত প্রাণ,
তারা এনে দিল ভাষার গরিমা
দিয়ে প্রাণ বলিদান।
বাংলা মা'য়ের ব্যথিত এ প্রাণে
যারা হেনেছিল বাণ,
পরাজয় বেড়ি পরিয়ে তাদের
এল নব উত্থান।।


[কুয়েত, ২১শে ফেব্রুয়ারি ২০১৯]