[ মায়া ]


আর কি বিষের ছোবল দিবি
কালনাগিনী তুই,
এত বিষের ছোবল দিয়েও
আশ মেটে তোর কই।
বাঁচার আশায় ধরে ছিলাম
সেই যে সেদিন হাত,
অলীক সুখের কল্প-মায়ায়
প্রাণ করে প্রাণিপাত।
দেখতে যে পাই হাতছানি তোর
স্বপ্নে বারোমাস,
মারণ জাদু সেই হাতেতেই
জড়ায় ক্রমেই ফাঁস।
যাঁতার কলে বন্দী যে আজ
বাঁচার আশায় ছাই
মিছেই প্রেমের স্বপ্ন বুনে
হারিয়ে কেবল যাই।


[কুয়েত, ২রা এপ্রিল ২০১৮]
©চিন্ময়