[ মেঘমল্লার ]


আকাশ জুড়ে ঘনঘটা
ছিন্ন মেঘের রাশি
মনের পাতায় লুকোচুরি
ভাবনা দিবা নিশি।
সূর্য্যি ঢাকে দিন-দুপুরে
ঘনায় যেন রাতি
পাখিরা সব কুলায় ফেরে
কূজনে রয় মাতি।
অকাল আঁধার নামে ধীরে
বাইরে পাতি কান
সুদূর হতে ভেসে আসে
মেঘমল্লার তান।
একলা চাতক বারি যাচে
নীরব চারি ধার
মন যেতে চায় আকাশ তলে
দৌড়ে ঘরের বার।
তাকিয়ে দেখি আকাশ পানে
ঝলসে ওঠে আলো
বিদ্যুতেরই চমক খেলে
সরিয়ে সব কালো।
কড়-কড়-কড় গুড়ুম-গুড়ুম
আছড়ে পড়ে বাজ
বুকে বাজে নাকাড়া-কাড়া
নিজে হারাই আজ।
মেঘমেদুর গগন তলে
একা বাউল মন
একতারাতে সুরের তালে
ভাসে মনের কোণ।
হঠাৎ ঝরে বৃষ্টি ফোঁটা
বাজে সুর বাহার
বুকের মাঝে বেজে ওঠে
মিয়াঁ কি মল্হার।
ঝমঝমিয়ে বাদল নামে
আবেশ তনু মন
শরীর বেয়ে ধূলায় মেশে
জাগায় শিহরণ।
শান্তি ধারায় অবগাহন
ধোয়ায় জমা ক্লেদ
সিক্ত হয়ে সজীব হয়ে
মিলায় যত খেদ।
জীবন জাগে নিজের তালে
নতুন করে আজ
দূরে হারায় মনের গ্লানি
অহংকারী তাজ।


[কুয়েত, ১৫ই জুলাই ২০১৯]
©চিন্ময়