[মহাপ্রলয়ের কাব্য]


সাঁঝের প্রদীপ নিভে গেছে আজ
দমকা ঝড়ের ঘায়,
আকাশে বাতাসে হাহাকার শুধু
মৌনতা শোকে ছায়।
করোনা প্রকোপে শুনশান পথ
মুখোশে ঢেকেছে মুখ,
চেনা পথও আজ অচেনা লাগছে
করোনা কেড়েছে সুখ।
চিনেছে পৃথিবী বিমল আকাশ
প্রগতি গিয়েছে থেমে,
প্রকৃতি হাসছে অনাবিল হাসি
দুষণ গিয়েছে নেমে।
জানালার পাশে সারাদিন কাটে
পাংশু মুখের সারি,
দিকে দিগন্তে ত্রাহি ত্রাহি রব
নিদারুণ মহামারী।
সময়াবর্তে ঘুরে ফিরে আসে
প্লেগের মারণ ছায়া,
প্রতি শতকেই পুনরায় আসে
অবয়ব হীন কায়া।
দেশ জুড়ে আজ লক-ডাউনের
ফতোয়া রয়েছে জারি,
সংক্রমণের মিছিল থামাতে
চলছে নজরদারি।
করোনা নিয়েছে লাখ-লাখ প্রাণ
অসহায় নরনারী,
জীবন ছন্দ এলোমেলো আজ
দম্ভ গিয়েছে ছাড়ি।
সুদূর প্রবাসে একাকী বিজনে
স্মৃতির সারণী বেয়ে,
মহামারী শেষে সুদিন আশায়
বসে আছি পথ চেয়ে।


[দুবাই, ২০শে এপ্রিল ২০২০]
©চিন্ময়