[নববর্ষ ২০২০]


বছর ঘুরে বছর আসে আশায় আশায় রই
মনের আশা পূরণ হবে এই বারে নিশ্চয়ই।
মান-অভিমান যা কিছু সব সরিয়ে রেখে দূরে
রাত বারোটায় সবাই মাতি নতুন বছর ঘিরে।
পুরাতনের আবর্জনা মন থেকে দূর করে
বর্ষবরণে মেতে-উঠি-সব খুশীতে মন ভরে।
বর্ষ শেষের শেষ প্রহরে হিসাব মেলাই যবে
আঁধার দেখি চারিদিকেই হতাশা ছায় সবে।
দেয়া-নেয়া খতিয়ে দেখি কোনখানে গরমিল
হিসাবেরই অংকে দেখি শুধুই গোঁজামিল।
কি পেয়েছি কি হারালাম কিইবা রইল বাকি
হারানোরই চিত্রকে পাই পাওয়ার ঘরে ফাঁকি।
শূন্য খাতা শূন্য হৃদয় আশার ঘরেই ছাই
বছর শেষে বাকিই বাকি পাবার বেলায় নাই।
হতাশ ঝেড়ে সামনে দেখি না পাওয়াকে ভুলে
নিজের মনে শপথ করি হিসাব খাতায় ফেলে।
আশায় থাকি এবার নাহয় আসছে বছর হবে
সেই ভাবনায় বুক বাঁধি সব নতুন কলরবে।
পুরানো কে জানিয়ে বিদায় আনন্দেতে নাচি
এসো সবাই মিলন মেলায় নতুন করে বাঁচি।


[মুম্বাই ১লা জানুয়ারি ২০২০]
©চিন্ময়