বিদ্রোহী কবির জন্মজয়ন্তিতে আমার শ্রদ্ধার্ঘ্য :


[ নজরুল স্মরণে ]


নবযুগ রবি বিদ্রোহী কবি
আমাদের নজরুল,
করি জয়গান স্মরি তব নাম
চরণেতে রাখি ফুল। 
যোগ দিলে তুমি মুক্তি ফৌজে
মজি দেশপ্রেম মাঝে,
চিরতরে তুমি ত্যাজিলে যে স্কুল
দেশের দশের কাজে। 
ধুমকেতু সম এলে যে ফিরিয়া
আমাদের এই মাঝে,
অসি ছেড়ে তুমি ধরিলে যে মসি
বিদ্রোহী কবি সাজে। 
তোমা লেখা মাঝে ছিল যে সুপ্ত
আগুন ঝরানো কথা,
প্রভাবিত হয়ে দেশপ্রেমী দিল
প্রাণ বলিদান হেথা। 
অবশেষকালে আসিল মুক্তি
ঘুচিল দাসের জ্বালা,
মূক হলে কবি চিরতরে তুমি
আসিল দুখের পালা। 
বাচন শক্তি হারায়ে যে তুমি
বেঁচেও রইলে মরে,
চিরনিদ্রায় পেলে যে শান্তি 
অবশেষে একেবারে।   
মুক্তির দূত ওগো মহাকবি
নজরুল ইসলাম,
জগৎ জুড়িয়া ভাতে তোমা নাম
হে বীর লহ প্রনাম।