[ নিঃসঙ্গ তারা ]


আঁধারের সাথে লুকোচুরি খেলে
                    খুঁজে ফেরে দুটি হাত,
নিদ হীন রাত একা জেগে কাটে
                    ছল ছল আঁখিপাত।
একা রাতে মন তারা খুঁজে ফেরে
                    মনে ছায় হা-হুতাশ,
রাতচরা পাখি শিস দিয়ে যায়
                    জমা হয় দীর্ঘশ্বাস।
শিশু মন কাঁদে পরম বিষাদে
                    পিতারে স্মরণ করি,
কেন সখা তার আসেনাকো আর
                    জড়ায় আদর করি।
অবুঝ মনেতে হিসাব মেলায়
                    কেন পিতা পটে আঁকা,
সবার পিতাই রোজ আসে যায়
                    তার বেলা কেন ফাঁকা।
সেদিন সাঁঝেতে বুকে ধরে তারে
                    কেন বলেছিল মাতা,
বাবা হয়ে গেছে নিঃসঙ্গ তারা
                    সেতো আছে তার মিতা।
সুদূর আকাশে কেন একা থাকে
                    কেন ঘরে নাহি আসে,
কি দোষ করেছে আদরের সোনা
                    একলা আকাশে ভাসে!
দীঘল নয়নে শুধায় কাতরে
                    একলা তারার খোঁজ,
ধূ-ধূ বুকে তারে চায় একবার
                    চায় নাতো তারে রোজ।
মার বুকে মুখ গুঁজে দিয়ে রয়
                    দুটি আঁখি অভিমানী,
কিসের কারণে তাঁর চলে যাওয়া
                    তার নয়নের মণি।
মাতারে শুধায়, "দাও এনে দাও
                    একবার দেখি তারে,
শেষবার করি জড়ায়ে আদর
                    মনভরে চিরতরে।"
বিষন্ন মাতা কি দেবে জবাব
                    কেমনে ফিরাবে তারা,
সোহাগে আদরে বুকে আগলায়
                    চোখে নামে বারিধারা।।


[কুয়েত, ৯ই জুলাই ২০১৯]
©চিন্ময়