[নৈরাজ্য সংবাদ]


নৈরাজ্যের রাজ্যে আছি এখন করে ভয়
একটা শ্রেণী মাথায় উঠে ঘটায় বিপর্যয়।
হাত গুটিয়ে প্রশাসন উস্কানি তার সাথে
হচ্ছে ধীরে শাঁখের-করাত অন্ধ ভরসাতে।
বিপর্যস্ত মানব জীবন ব্যুমেরাং কৌশল
জড়-প্রশাসন দেখে এখন ঠুঁটো থাকার ফল।
হাতের থেকে বেরিয়ে গেছে প্রশাসনের ডর
প্রহরী-কাকু মোকাবিলায় কাঁপছে থরথর।
নিজের নাক নিজে কেটে যাত্রা ভাঙার কল
বোঝো এখন কেমন লাগে তোষণেরই ফল।
তোমরাতো ভাই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক
তবে কেন করছো এমন ধিক তোমাদের ধিক!
ভাঙছো বাড়ি ভাঙছো গাড়ী হচ্ছে ক্ষতি কার
প্রতিবাদের কি এটাই রূপ ভেবেছো একবার!
ক্ষতির বহর বাড়লে বাড়বে মূল্যবৃদ্ধি রোজ
করের ওপর কর বাড়বে রাখো কি তার খোঁজ?
সেই বোঝেতেই পড়বে চাপা গরীব সুধী জন
যার ইশারায় লড়ছো তাদের পাবেনা সন্ধান।
নিজের আসল সমস্যাতে কেউ দেবেনা সাড়া
যাদের জন্যে ভাঙচুর তারা হবে নাগাল ছাড়া।
ভাঙচুরটা করছো কেন বলো কিসের আশা
মিডিয়ারই নিপুন চালে দেখো বোকার দশা।
যোগাযোগটাও হারিয়ে গেছে বাহির জগৎ থেকে
নেটওয়ার্কের নেইকো বালাই আঁধার গেছে ঢেকে।
অরাজকতায় লুকিয়েছে মুখ নিরাশ চারিদিকে
নৈরাজ্যের রাজ্যে আগুন জ্বলছে চতুর্দিকে।
ও জনতা এবার জাগো লড়ছো কেনই আর
একটু ভাবো আঁধার ঠেলে আখেরে লাভ কার।


[দুবাই, ১৭ই ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়