[ নরকের কীট ]


ফুলের শিশু ভোগ্য করিস
মানুষ না তুই জানোয়ার?
শিক্ষক-হয়েও দেখিয়ে দিলি
আসল স্বরূপ আরেকবার।
তোর রক্তেই জন্ম নিলে
ফুটফুটে ওই শিশুটা,
বাবা হয়ে পারতিস তুই
আজ যেটা তুই করলি তা?
মানুষ নামে নরখাদক
লজ্জা তোর ওই পরিচয়,
শিশুকামে মেতে উঠিস
আদিম রিপুর তাড়নায়।
রক্তপায়ী নরকের কীট
নিকৃষ্ট তুই বেয়াড়া,
মনে রাখিস তোর দুয়ারে
ধ্বংস বাজায় নাকাড়া।
আর দূরে নেই শেষের দিন
শোনরে কামুক পাপিষ্ঠ,
মানুষই তোর করবে বিচার
জীবন হবেই অতিষ্ঠ।
তোরাই মুখে বলিস তোদের
সমাজ গড়ার কারিগর,
তোর কারণে লজ্জা জাতির
ধিক শত ধিক বারবার।


[কুয়েত, ৩রা ডিসেম্বর ২০১৭]
©চিন্ময়


বিঃদ্রঃ পুরানো ডায়েরির পাতা থেকে নেওয়া। সমসাময়িক বিষয় ভিত্তিক লেখা।