[নতুন ভোর]


দিনের রুটিন ওলট-পালট
মাসের পরেই মাস,
এতকাল ছিল স্বেচ্ছা বন্দী
যেমন অজ্ঞাতবাস।
জীবন ফিরছে ছন্দে আবার
কেটেছে নিভৃত বাস,
প্রকৃতির বুকে মুক্ত বাতাসে
এবার খুশির শ্বাস।
প্রাণের পরশে মেতেছে ভুবন
কুয়াশা গিয়েছে সরে,
পরিবেশ জুড়ে ঝলমলে সব
খুশির আমেজ ঝরে।
ধরনী সেজেছে নতুন সাজে
কেটেছে আঁধার ঘোর,
পাখির ডাকে ঘুম ভেঙে দেখি
এসেছে নতুন ভোর।


[দুবাই, ৪ঠা মে ২০২০]
©চিন্ময়