[ নয়-গঞ্জ ]


✪নারায়ণগঞ্জ✪
নারায়ণগঞ্জ জম-জমাটি
শীতলক্ষ্যার তীরে,
ইতিহাসের সাক্ষী অনেক
ছড়িয়ে কাছে দূরে।


✪মুন্সিগঞ্জ✪
মুন্সিগঞ্জের জীববিজ্ঞানী
উদ্ভিদবিদও তিনি,
পদার্থবিদ জগদীশ বোস
আমরা সবাই জানি।


✪মানিকগঞ্জ✪
মানিকগঞ্জে গেলে আজও
আরিচা ঘাট পাবে,
বালিয়াটি'র ভগ্ন প্রাসাদ
আজও দেখা যাবে।


✪গোপালগঞ্জ✪
গোপালগঞ্জের প্রধান নদী
মধুমতী তার নাম,
কবি সুকান্তর জন্ম সেথায়
কোটালিপাড়া গ্রাম।


✪কিশোরগঞ্জ✪
কিশোরগঞ্জের নন্দকিশোর
তার নামেতেই নাম,
বারো ভুঁইয়া, চন্দ্রাবতীর
স্মৃতি বিজড়িত ধাম।


✪চাঁপাইনবাবগঞ্জ✪
নবাবগঞ্জ ও চাঁপাই জুড়ে
নতুন গঞ্জের নাম
গম্ভীরা গানে মাতেন সবাই
করতে শিবের 'নাম'।


✪সিরাজগঞ্জ✪
সিরাজগঞ্জ যমুনা তীরের
পাট ব্যবসার প্রাণ,
রবিঠাকুরের কুটিবাড়ির
আজও অবস্থান।


✪সুনামগঞ্জ✪
সুনামগঞ্জের টেকেরঘাটে
চুনাপাথরের খনি,
বাংলাদেশের নীলাদ্রি হ্রদ
কাশ্মীর বলে মানি।


✪হবিগঞ্জ✪
হবিগঞ্জটা জেলা এখন
সিলেট জেলা নয়,
বিপিন পালের জন্মভিটে
সে তো ভোলার নয়।


'নাম'—নাম-গান অর্থে ব্যবহৃত। শিবের বন্দনাগীতি।


[কুয়েত, ৯ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়