[পাথেয়]


দীর্ঘ পথ হেঁটে আমি অবসন্ন প্রায়,
জীবন থেকে বিস্মৃতপ্রায়
ধুলোমাখা দিনগুলিকে
এক সুতোয় গাঁথতে চেয়েছি,
পলকা সুতোয় বাঁধতে চেয়েছি
হারানো দিনের সুখস্মৃতিকে।
ধুলোর চাদর সরিয়ে
ধরে রাখতে চেয়েছি তাদের,
অমরত্ব দিতে চেয়েছি
সুখের সেই দিনগুলিকে।
পাওয়া না পাওয়ার তুচ্ছ ব্যবধান
মিলিয়ে দিয়েছি কালের তরঙ্গে,
না পাওয়ার মাঝেও
খুঁজে নিয়েছি পাওয়াকে।
ভাঙাগড়া আর জীবনের জটিল অংকে
বিয়োগকে বদল করেছি যোগে।
পৃথিবীর আদিম গহ্বর থেকে
উঠে আসা সকল চাওয়াকে
বশীভূত করেছি দুহাতে,
সংযমের প্রাচীরে
আবদ্ধ রেখেছি নিজেকে,
দুহাত বাড়িয়ে আপন করেছি বিশ্বকে।
জীবনের সকল না পাওয়াকে
সযত্ন মোড়কে আবৃত রেখেছি,
অদম্য ইচ্ছায় এগিয়ে গিয়েছি
স্থির লক্ষ্যে অনড় থেকে।
আজ আমি পরিপূর্ণ,
আমার সকল ইচ্ছা সকল শিক্ষা
উজাড় হয়েছে পূর্ণ রূপে,
উন্মুক্ত মন প্রসারিত সর্বদিকে,
যেটুকু ভালো সঞ্চয়
তা আজ চলার পথের পাথেয়।


[দুবাই, ৫ই ফেব্রুয়ারী ২০১৭]
©চিন্ময়