[ পিতৃদিবস ]


সারাবছর একটা দিনই আর কি হতে নাই,
আমার আমি'র সবকিছুতে পিতায় খুঁজে পাই।
জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠার মাঝে,
সাবখানেতেই পিতার ছায়া দেখি সকল কাজে।
সবে যখন বসতে শেখা কোলে কোলেই ঘোরা,
জগতটাকে দেখব বলে পিতাই ছিল সেরা।
হামাগুড়ি পেরিয়ে যখন টলমল চলা,
ভরসা ছিলো পিতার দুহাত যায়না তারে ভোলা।
পিতা আমায় শূন্যে ছুঁড়ে করত যখন খেলা,
ভরসা ছিল শক্ত দুহাত কাটতো ছেলেবেলা।
খিলখিলিয়ে হেসে উঠে জড়িয়ে ধরে গলা,
মনের সুখে বেশ কাটাতাম আদর মাখা বেলা।
শৈশবেতে যত আবদার ছিল পিতায় ঘিরে,
ঠাকুর দেখা মেলায় যাওয়া পিতারই হাত ধরে।
শৈশবটা পেরিয়ে এলাম উপাস্য সেই পিতা,
যৌবনেতে রাখলাম পা পিতাই বুদ্ধিদাতা।
জীবন চলার সকল ধাপে পিতাই মনের মিতা,
সব দিবসই পিতৃদিবস পিতাই আমার ত্রাতা।


[কুয়েত, ২৬ শে জুন ২০১৭]
©চিন্ময়