[ পিয়াসী মন ]


পরাণ আমার যায় যে জুড়ায়ে
তব প্রিয় ডাক শুনি,
হৃদয় মাঝারে ওই শুনি যেন
তোমার চরণ ধ্বনি।
ওই শুনি যেন ভেসে আসে তান
সিন্ধুর ওপার থেকে,
মহাসাগরের স্রোতে মিশে বুঝি
মিলায় কল্পলোকে।
আকুল পরাণ চায় যে আবার
শুনিতে মোহন বাঁশি,
হৃদয় দুয়ার খুলে দিয়ে রই
কান পাতি দিবা নিশি।
ধারার মাঝারে খুঁজে ফিরি ফের
আবেশে জড়ানো মন,
মনের কোণায় অনুভবে পাই
তার সাড়া অনুক্ষণ।
মেলে দুই হাত টেনে নিতে কাছে
সুখের সাগরে ভাসা,
আঁধার ঘনায় সুদূরে হারায়
তিয়াসী মনের আশা।
ক্ষণিকের তরে নব অনুভবে
উদগ্রীব তনু-মন,
আকুল হৃদয়ে দিশাহীন পথে
হারাই মিতার মন।
খুঁজে ফিরি তারে তৃষিত হৃদয়ে
দিবানিশি প্রাণপণ,
আশায় আশায় আজো জেগে রয়
মিলন পিয়াসী মন।।


[কুয়েত, ৭ই জুলাই ২০১৯]
©চিন্ময়