[ পথের ঠিকানা ]


প্রতীক্ষার পসরা নিয়ে নিবেদিত মন
বারে বারে হারিয়েও
ফিরে পাই তারে
মনের গভীরে,
শূন্যতায় ঘেরা অসীম দিগন্ত মাঝে।


হৃদয়ের মাঝে আমি ফিরে ফিরে শুনি
পদধ্বনি তার,
হাজার নূপুর ধ্বনি
সহসা ধ্বনিত হয়
তন্ত্রীতে তন্ত্রীতে।
চলে তার আসা যাওয়া
সময়ের তালে,
ঘন থেকে ঘন হয় প্রেমের বাঁধন।


একাকী এ পথ চলা শূন্য পানে চেয়ে,
চলার সে পথে পথে
ফুলের বাহার
হাওয়ায় হাওয়ায় ভাসে
সৌরভ তার,
ফিসফিসিয়ে বলে কানে
তুমি আছ সাথে, আমার চলার পথে।


আরবার দুজনাতে শুরু পথ চলা,
হাতে হাত রেখে
চোখে চোখে ঘটে চলে
ভাবের প্রদান,
অবগাহনেতে পাই
প্রেমের সন্ধান
প্রগাঢ় হয় সে প্রেম তোমাতেই মিশে,
সব পথ এসে মিলে যায় শেষে।।


[কুয়েত, ৪ ঠা নভেম্বর ২০১৭]
©চিন্ময়