প্রেম....
©চিন্ময়


জীবন ঘড়িটা চলছিল বেশ ছুটে
সময়ের স্রোতে সে তো এসেছিল দ্বারে,
রিক্ত দুহাত বাড়ানো সেদিনে ছিল
বরণডালাটা সেজেছিল তার তরে।


তিলে তিলে সে যে মেলেছিল তার ডানা
মন চেয়েছিল আপন হৃদয়ে তারে,
কালের জোয়ারে ভেসেছিল দুটি মন
তৃষাতুর ছিল পেতে একে অপরেরে।


পাওয়া না-পাওয়ার দোলা ছিল অনুক্ষণ
ভরসায় বুক বাঁধাছিল তার তরে,
অনুক্ত কথা জমা হয়ে ছিল যত
প্রকাশ না পেয়ে ভেসেছিল অনাদরে।


মনের গহীনে আসন বিছানো ছিল
প্রতীক্ষা ছিল হাতে হাত মেলাবার,
এলোমেলো ঝড়ে নিভেছিল সব বাতি
খুঁজেছিল মন পেতে তারে আরবার।


বহমান স্রোতে হৃদয় হারিয়েছিল
অকুল পাথারে হারায়েছিলেম তারে,
আকুলি পরাণ খুঁজেছিল নিশিদিন
বেদনায় ভরা হৃদয়ের কারাগারে।


সময়ের তালে মুছেছিল চাওয়া পাওয়া
তরী ভিড়েছিল নতুন ঘাটেতে তার,
শোনা গেল শেষে গাড়ি-বাড়ি-সহযোগে
বনেদি পাড়ায় সুখী তার সংসার।


এমনি করেই কেটে ছিল কতকাল
জীবনের চলা থেমে থাকেনি তো আর,
স্বাভাবিক ভাবে সকলেই ছিল সুখী
দিন কেটে ছিল নিয়ে ভরা সংসার।


চলার পথেতে হঠাতই আবার দেখা
বছর পেরোনো সুদীর্ঘ অবসর,
তাবুও সে মনে গোপনে লুকানো ছিল
প্রথম প্রেমের সুরভিত সে-বাহার।


সেদিনে বাড়ানো যে দুহাত ছিল খালি
আজকে সেখানে ভালবাসা ধরা দেয়,
জীবনের ভারে যদিও ন্যুব্জ তনু
প্রেম যমুনায় দুটি প্রাণ ভেসে যায়।