[প্রিয়তমাসু]


প্রিয়তমা ওগো, ওগো প্রিয়া মোর
তমসার শেষ নিকটে যে মোর
নব অনুরাগে এ জীবনে মোর
করো দূরীভূত এ আঁধার ঘোর।


নব ভাবে খুঁজে জীবন জোয়ার
মেতে উঠি চলো ছন্দে আবার।


ফেলে আসা তান ডাক দিয়ে যায়
সুর খুঁজে পাই হৃদয় বীণায়
দূর হতে ফেরে কিছুটা সময়
গান হয়ে আজ বুঝি ধরা দেয়।


জীবনের মানে পাই যে আমার
থাকে প্রাণে মম দীপ্তি তোমার।


প্রাণ ফিরে পাই জীবন জুয়ায়
হারানো প্রাণের নতুন খেয়ায়
ভাসিয়া বেড়াই খুলিয়া হৃদয়
হারিয়ে যাই যে কোন অজানায়।


সীমার মাঝারে চলো আরবার
হোক চলা শুরু তোমার-আমার।


[দুবাই, ২০শে সেপ্টেম্বর, ২০১৯]
©চিন্ময়