[ প্রসঙ্গ বীরভূম ]


বীরভূম আবার শিরোনামে আজকে আরেকবার,
মল্লারপুর ভোলার আগেই লাভপুর আরবার।
ফিরছিল ঠিক ছন্দে জীবন মাত্র ক'দিন পার,
বিষ্ফোরণের ঠেলায় কাঁপে আচমকা ঘর-বার।
গভীর রাতে ঘুমিয়ে জগৎ ঘুম ঘুম চরাচর,
বিকট শব্দে ঘুম ভেঙে যায় ভাঙে যে তাসের ঘর।
স্টেশনে ক্লাবের ঘর উড়েছিল এইতো সেই সেবার,
এবার মলিন ধূলায় মেশে স্বাস্থ্যসেবার দুয়ার।
কপাল ভালো কোথাও কোনো হয়নি জীবন হানি,
মজুত ছিল তাজা বোমার এইটাই কানাকানি।
দেশ ভেসে যায় রসাতলেতে লক্ষ্যবিহীন দিশায়,
যাদের নিয়ে গরব মোদের যাচ্ছে তারা কোথায়!
যুবক কূলই দেশের গর্ব জাতিরই ভবিষ্যৎ,
তাদের দশা বড়ই করুণ আঁধার তার জগৎ।
নেশার যোগান দিনে ও রাতে তাসের যোগান আর
কর্মনাশার কারসাজিতেই ভাঙে শিরদাঁড়া তার।
বিপথে আজ যুবক সমাজ স্রোতের সাথেই ভাসা,
তোলা বোমা আর ঠকবাজিতে দিনরাত ওঠা বসা।
সিন্ডিকেটের রমরমা রাজ ইমারতি ব্যবসায়,
চুরি ছিনতাই রাহাজানি নিয়ে কাটছে এই সময়।
কি সময় দিয়ে চলেছি আমরা মনকে বড় ভাবায়,
যুবক সমাজ ভাবো একবার সময় যে বয়ে যায়।
তোমরাই পারো বাঁচাতে এদেশ ফিরিয়ে গরিমা তার
উত্থিত হও জাগ্রত হও মানুষ হও আরবার।।


[কুয়েত, ৬ই জুলাই ২০১৯]
©চিন্ময়